কলকাতা ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় নীতীশ কুমারের বাড়িতে এন ডি এর মূল চার দলের নেতাদের মধ্যে বৈঠক হলেও মুখ্যমন্ত্রী পদে নিয়ে কোনো ঘোষণা হলো না। রবিবার বেলা বারোটায় এন ডি এ শরিকদের মধ্যে সরকারিভাবে বৈঠক হবে। সেখানেই নিতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও এরই মধ্যে উল্টো সুর শোনা গিয়েছে এন ডি এ শরিক জিতন রাম মাঝির গলায়। চার বিধায়ক জেতা হিন্দুস্থানী আওয়ামী মোর্চার বা হ্যামম চিফ জিতন রাম, নীতীশ কুমারের মন্ত্রিসভায় যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। যদিও এনডিএ সরকার করলে রফা সূত্র হিসেবে জিতেন রামের দলের একটি মন্ত্রী পদ পাওয়ার কথা।

শুধু নীতীশ কুমারের মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা বললেও, জিতন রাম কংগ্রেসকে এন ডি এ তে যোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তার যুক্তি, কংগ্রেসের যে উন্নয়নের পরিকল্পনা, তার সঙ্গে খুব তফাৎ নেই নীতীশ কুমারের পরিকল্পনার। যদিও তিনি বা তার দল মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইচ্ছা ঘিরে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিহারে যেহেতু নিতিশ কুমার এবার বিজেপি থেকে অনেক কম আসন পেয়েছেন, তাই তাকে মুখ্যমন্ত্রী করা হলেও, দুজন উপমুখ্যমন্ত্রী করা হবে কিনা সেই আলোচনা চলছে। আবার সে ক্ষেত্রে নিজে রাজি হবেন কিনা, তাও রয়েছে প্রশ্ন। যদিও রবিবার দুপুরের পরেই এ ব্যাপারে ফয়সালা হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Share.
Leave A Reply

Exit mobile version