এক নজরে

আজ বিহারে প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু

By admin

October 28, 2020

কলকাতা ব্যুরো: আজ সকাল থেকে শুরু হল বিহারের বিধানসভার ভোটগ্রহণ পর্ব। করোনা আবহে এই প্রথম বড় নির্বাচনের মুখে মোদী সরকার। তার থেকেও বড় চ্যালেঞ্জের মুখে বিহারে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীর কুর্সি।

তিন দফার নির্বাচনে লড়াই মোট ২৪৩ টি আসনে। আজ ২৮ অক্টোবর প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত ৭১ টি আসনে নির্বাচন। ৩ নভেম্বর নির্বাচন ৯৪ টি আসনে। তৃতীয় দফায় বাকি ৭৮ টি আসনে নির্বাচন ৭ নভেম্বর। ফল ঘোষণা ১০ নভেম্বর।

এনডিএ-র বিরুদ্ধে এবারেও মহাজোট করেছে বিরোধী শিবির। লালুপুত্র তেজস্বী যাদব এর আরজেডি লড়ছে ১৪৪ টি আসনে, কংগ্রেস ৭০ টি এবং বামেরা ২৯ টিতে। অন্যদিকে এনডিএ শিবিরে নীতিশের জেডিইউ লড়ছে ১২২ এবং বিজেপির লড়ছে ১২১ টি আসনে।

তবে এই নির্বাচনকে প্রায়* ত্রিমুখী লড়াইয়ে পরিণত করে দিয়ে আসর জমিয়ে দিয়েছেন সদ্যপ্রয়াত রামবিলাস পাসওয়ান পুত্র চিরাগ। লোক জনশক্তি পার্টির প্রধান জানিয়েছেন, কেন্দ্রে তিনি মোদীর সমর্থক এবং এনডিএ-তে থাকলেও বিহারের ক্ষেত্রে তিনি নীতিশের নেতৃত্বের বিরোধি। তাই এনডিএ জোটে সামিল হওয়া তো দূরের কথা, বিহারের নির্বাচনে তিনি একাই লড়বেন। প্রার্থী দেবেন শুধুমাত্র জেডিইউ যে আসনগুলিতে প্রার্থী দিয়েছে সেখানেই। বিজেপির ১২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না তাঁর দল।

২০১৫ র নির্বাচনে এনডিএ ছেড়ে এসে লালুপ্রসাদের হাত ধরে মহাজোট গড়ে নির্বাচনের বৈতরণী পার হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। দু’বছরের মধ্যেই মহাজোট ত্যাগ করে ফের বিজেপির হাত ধরেছিলেন তিনি। জনাদেশকে অস্বীকার করার অভিযোগ তো রয়েছেই, পাশাপাশি চিরাগ পাসওয়ানের এই নীতিশ বিরোধিতা নির্বাচনের আগে আরো বেশি অক্সিজেন জুগিয়েছে বিরোধী শিবিরকে।