এক নজরে

এখনো পর্যন্ত বিহারে ট্রেন্ড বিজেপির জোটের দিকে

By admin

November 10, 2020

কলকাতা ব্যুরো: ভোট গণনার প্রায় মধ্যগগনে বিহারে এখনও এগিয়ে এন ডি এ জোট। প্রাথমিকভাবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত যে ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে তাতে, ১২৭ টি তে বিজেপি জোট এগিয়ে রয়েছে। মহা গাট বন্ধন এগিয়ে রয়েছে ১০৩ টি আসনে। বিজেপি একাই ৭৩, জে ডি ইউ ৪৮, আরজেডি ৬৫ টি আসনে এখন এগিয়ে রয়েছে। কংগ্রেস ২০ টি আসনে এগিয়ে রয়েছে।

বিহারে ভোট কমলেও বিজেপির আসন সংখ্যা বাড়ার ইঙ্গিত দিচ্ছে সদ্য যে ট্রেন রয়েছে তাতে ফলে কুড়ি শতাংশ কম ভোট পেয়েও বিহারে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসার লড়াইয়ে রয়েছে মোদি অমিত শাহের দল। কোন কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে- কুচায়কোট থেকে এগিয়ে জেডিইউয়ের পাপ্পু পাণ্ডে। লালগঞ্জ থেকে এগিয়ে বাহুবলী মুন্না শুক্লা। দানাপুরে এগিয়ে বিজেপির আশা সিংহ। নালন্দায় এগিয়ে নীতীশ-মন্ত্রী শ্রবণ কুমার। মোকামায় আরজেডি প্রার্থী অনন্ত সিংহ এগিয়ে।

শিবহর আসনে মাত্র ৪৫৭ ভোটে এগিয়ে আরজেডির চেতন আনন্দ। পারসায় চন্দ্রিকা রাই মাত্র ভোটে এগিয়ে। সিমরি বখতিয়ারপুর থেকে মুকেশ সাহনি ২২১১ ভোটে এগিয়ে। গোবিন্দগঞ্জে এগিয়ে এলজেপির রাজু তিওয়ারি। হাসানপুরে পিছিয়ে পড়লেন লালুপুত্র তেজপ্রতাপ, এগিয়ে গেল বিজেপি।

বাঁকায় এগিয়ে বিজেপি, সিওয়ানে আরজেডি। মাধেপুরায় পিছিয়ে পাপ্পু যাদব। সহর্ষায় ফের পিছিয়ে গেলেন আরজেডির লাভলি আনন্দ।বাঁকিপুরে পিছিয়ে গেলেন শত্রুঘ্ন পুত্র লব সিনহা।ভাগলপুরে এগিয়ে কংগ্রেসের অজিত শর্মা। কেবটিতে এগিয়ে আরজেডির আবদুল বারি সিদ্দিকি। মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত সিংহ।