কলকাতা ব্যুরো : বিহার বিধানসভা ভোটের প্রথম পর্বে আজ বিকেল ৫ টা পর্যন্ত শেষ খবর পাওয়া অবধি ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ। ৭১ টি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট হয়েছে বলে মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল অরোরা জানিয়েছেন। ২০১৫ বিধানসভা ভোটে প্রথম পর্বে ৫৪.৯৪ শতাংশ ভোট পড়েছিল। ২০১৯ লোকসভায় ভোটের টার্ন আউট ছিল ৫৩.৮৪ শতাংশ। আজ সকাল ৭ টায় ভোট শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬ টায়।
এদিকে আজ সকালে রাহুল গান্ধী মোদী এবং নীতিশ কুমারকে উদ্দেশ্য করে এক জনসভায় জানান পাঞ্জাবে মোদীর কুশপুত্তলিকা দাহ একটি খুব বড় এবং দুঃখজনক ঘটনা। পশ্চিম চম্পারনের এক জনসভায় রাহুল বলেন বিহারে মানুষের হাতে কাজ নেই। বিহারের মানুষ সাধারণ সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। একদিকে মোদী পাটনার এক জনসভায় তেজস্বী যাদবকে ” জঙ্গল রাজ্যের যুবরাজ ” বলে আখ্যা দেন। মোদী বলেন এই অতিমারির সময় বিহারে শক্তিশালী সরকারের প্রয়োজন আছে।