কলকাতা ব্যুরো: বিহারে বিধানসভা নির্বাচনের আগে হিন্দুস্তানি আম মোর্চা যোগ দিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এন ডি এ তে।’ বুধবার হিন্দুস্থানি আম মোর্চা সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি এন ডি এ তে যোগ দিচ্ছেন। তিনি একসময় এন ডি এ তে ছিলেন। কিন্তু ২০১৮ সালে এনডিএ ছেড়ে বিজেপি বিরোধী মহা গাটবন্ধন এর সঙ্গে যুক্ত হন।
গত লোকসভা নির্বাচনেও বিজেপি বিরোধী জোট বেঁধে নির্বাচনে গেলেও কিন্তু সেখানে সামান্য সুবিধাও করতে পারেনি জীতন মাঝির দল। এই অবস্থায় লালুপ্রসাদের সঙ্গ ছেড়ে বিহারের নির্বাচনের আগে নীতীশ কুমারের সঙ্গে জোট বেঁধে নতুন করে ভেসে ওঠার চেষ্টা শুরু করলো হিন্দুস্তানি আম মোর্চা।