কলকাতা ব্যুরো: এখনো পর্যন্ত যা ট্রেন্ড বিহারের ভোটের ফল নিয়ে তাতে আগাম কোন সিদ্ধান্তে আসা এখনই উচিত হবে না বলে মনে করছেন রাজনীতিকরা এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাদের বক্তব্য মাত্র ২৪ শতাংশ ভোট গণনা হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা শুরু হয়নি ফলে এখনই কারো এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা নিয়ে সেটাকেই চূড়ান্ত ফল এর দিকে এগুলো বলে ধরে নেওয়া ঠিক হবে না খানিকক্ষণ আগে বিহারের নির্বাচন কমিশনের তরফ জানানো হয়েছে,করোনা আবহে এবার ভোটের ফলাফল গণনার ক্ষেত্রে অনেক নিয়ম-নীতি বদল করতে হয়েছে তাই সময় এবার বেশি লাগছে এবার চূড়ান্ত ফল বেরোতে মধ্য রাত পেরিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।
যদিও এই মুহূর্তে বিহারে ভোট গণনার ট্রেন হল, সাত আসনে ব্যবধান ২০০ ভোটের। ২৪ শতাংশ ভোট গণনা হয়েছে। মোট ভোট পড়েছে প্রায় সাড়ে সাত কোটি। ১৯ টি আসনে এগিয়ে রয়েছে বামেরা। ৩০ থেকে ৩২ রাউন্ড গণনা হবে। ৭০ আসনে টক্কর দুই প্রধান প্রতিপক্ষের। ৪৩ আসনে এক হাজারের নিচে ব্যবধান। ২৩ আসনে ৫০০ ভোটের কম ব্যবধানে লড়াই চলছে।
যদিও এখনকার ট্রেন্ড দেখে নিজেদের হেরো বলে মানতে নারাজ আরজেডি। তাদের বক্তব্য, এখনও বহু ফল গণনা বাকি। অন্য দিকে নীতীশ কুমারের সমর্থনে বেলা একটা থেকেই বিভিন্ন জায়গায় বাজি ফাটানো, খোল করতাল বাজানো শুরু হয়ে গিয়েছে। দিকে দিকে চলছে উৎসব মানানোর প্রস্তুতি। নীতিশ সমর্থকরা ধরে নিচ্ছেন, চতুর্থবার বিহারের কুরসী থাকছে নীতিশের দখলেই।