এক নজরে

রাত পোহালেই বিহার নির্বাচন

By admin

October 27, 2020

কলকাতা ব্যুরো: কাল থেকে শুরু হচ্ছে তিন দফার বিহার নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার ভোটে কাল ভোট নেওয়া হবে ৭১ আসনে।২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর ভোট নেওয়া হবে বিহারে। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। প্রথম দফায় ভোটের প্রচার শেষ হয়েছে গতকাল। শেষ পর্বের প্রচারেও রাজনৈতিক তরজা ছিল চূড়ান্ত পর্যায়ে।এবারের বিহার বিধানসভার ভোট মূলত দ্বিমুখী। নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপি বনাম আরজেডি, কংগ্রেস এবং বামেদের মহাজোট। এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রী প্রার্থী নীতিশ কুমার, অন্যদিকে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী প্রার্থী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। সদ্য প্রয়াত রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এনডিএ-র সঙ্গে থাকলেও আলাদাই লড়ছে। রাম বিলাসের পুত্র চিরাগ প্রচারে নীতিশ কুমারকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন প্রচারে।অথচ নীতিশ ই এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এ বোধহয় রাজনীতিতেই সম্ভব।একটা সময় ছিলো, যখন বিহার, উত্তরপ্রদেশের ভোট মানেই ছিলো রক্তারক্তি কান্ড। সেটা সামাল দেওয়াই ছিল নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এখন অবশ্য সেটা অতীত। বরং অনেকাংশেই তার জায়গা নিয়েছে বাংলা। যদিও এবার বিহার ভোটের আগে রক্তাক্ত হয়েছে মুঙ্গের। গতকাল সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এবার কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে ভোটগ্রহণই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ থেকেই শুরু হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী পৌঁছনোর কাজ। ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটায়। করোনা পরিস্থিতির কারণে বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়সীমা। বাড়ানো হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও।