এক নজরে

চলছে গণনা, তবে যেকোনো সময় বদলাতে পারে অঙ্ক

By admin

November 10, 2020

কলকাতা ব্যুরো: সময় যতই গড়াচ্ছে ততই জটিল হচ্ছে অঙ্ক। কপালে চিন্তার ভাঁজ সব শিবিরেই। শেষ পাওয়া খবর অনুযায়ী এনডিএ এগিয়ে থাকলেও যেকোনো সময় বদলে যেতে পারে সমস্ত সমীকরণ। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোট পড়েছে ৭ কোটি। ৭০টি আসনে চলছে জোর টক্কর।

পাশাপাশি ৪৩টি আসনে ব্যবধান রয়েছে প্রায় এক হাজারের নীচে। ২৩টি আসনে ব্যবধান রয়েছে ৫০০-এরও কম। ৭টি আসনে ব্যবধান রয়েছে ২০০-এরও কম। এখনও পর্যন্ত ২০ শতাংশ গণনা হয়েছে বলেই জানা গিয়েছে।