কলকাতা ব্যুরো: আজ বিহারে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই কারণে বেলা সাড়ে বারোটায় দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সম্ভবত অক্টোবরের মাঝামাঝি সময়ে বিহারে নির্বাচন হবে। একাধিক ভাগে নির্বাচন করতে চায় কমিশন করোনার কথা মাথায় রেখে।
২৪৩ আসনে ভোট হবে। বর্তমান সরকারের মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত। বিহার বিধানসভা ছাড়াও আরো বিভিন্ন রাজ্যে ৬৫ টি আসনে উপনির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে একটি লোকসভা, বাকিগুলি বিধানসভার আসন রয়েছে। করোনা পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন ভোটের প্রচার করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ তৈরি করেছে।