কলকাতা ব্যুরো : আগামীকাল বিহারের ১৭ টি জেলার ৯৪ টি আসনে ভোট হতে চলেছে। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আর জে ডি প্রধান লালু প্রসাদ যাদবের দুই ছেলে তেজস্বী এবং তেজ প্রতাপ যাদব। ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোট এবার তিন দফায় হচ্ছে। ২৮ শে অক্টোবর প্রথম দফার ভোট হয়ে গেছে। ৭১ টি আসনে ভোট মোটামুটি শান্তিপূর্ণ ছিল। সামাজিক দূরত্ব বিধি মেনে ভোট করানো এবার প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

দ্বিতীয় দফায় ৯৪ টি আসনের মধ্যে ২০১৫ সালের ভোটে আরজেডি ৩৩ টি আসনে জয়লাভ করেছিল। জেডিইউ ৩০ টি আসন, বিজেপি ২০ টি এবং কংগ্রেস ৭টি আসনে জয়ী হয়। তবে ৫ বছর আগে আরজেডি এবং কংগ্রেসের গটবন্ধানে ছিল জে ডি ইউ।

এবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটের ময়দানে নেমেছে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বৈশালী জেলার রঘোপুর কেন্দ্রে লড়ছেন। এর আগে তিনি ওই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তেজ প্রতাপ লড়ছেন সমস্থিপুর জেলার হাসানপুর কেন্দ্র থেকে। গতবার তিনি বৈশালির মহুয়া কেন্দ্র থেকে জিতেছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version