এক নজরে

মেয়াদ শেষের পর বিধাননগরেও প্রশাসক বোর্ড

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ার আগেই বুধবার বিধাননগর পুরনিগমের বর্তমান মেয়র ও মেয়ার পরিষদের নিয়ে প্রশাসক মন্ডলী গঠন করল রাজ্য সরকার। যতদিন না পুর ভোট অনুষ্ঠিত হচ্ছে, ততদিন এই প্রশাসক মন্ডলী পুরো নিগমের যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধান করবে। এদিন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বর্তমানে রাজ্যে পুরভোট করা সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে। এই অবস্থায় রাজ্যের অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পুরসভা ও পুর নিগম গুলির সঙ্গে বিধান নগর পুর নিগমের বর্তমান মেয়র ও মেয়াদ পরিষদের নিয়ে প্রশাসক মন্ডলী গঠন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মে মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কলকাতা পুর নিগমের মেয়রকে চেয়ারম্যান তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চেয়ারম্যান করে মেয়র পরিষদের নিয়ে প্রশাসক মন্ডলী গঠন করেছিল রাজ্য সরকার। যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি। কলকাতা হাইকোর্ট তাতে বৈধতা দিলে তা চ্যালেঞ্জ করে বিজেপি সুপ্রিম কোর্টে যায়।

শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয়, বর্তমান অবস্থায় এখনই এখানে পুরভোট করা সম্ভব নয়। অন্তত পুজোর মরসুম না কাটা পর্যন্ত বলা যাবে না পুরভোট কবে করা যাবে।

এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের এই যুক্তিকে আরো বিশ্বাসযোগ্য বলে মান্যতা পেয়ে যায় জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। বিহারে বিধানসভা ভোটের সঙ্গেই এ রাজ্যে বেশ কয়েকটি বিধানসভা উপনির্বাচন অক্টোবরের শেষে করার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দেয়, এ রাজ্যে করোনা পরিস্থিতি যথেষ্টই উদ্বেগের। তাই এখনই এখানে নির্বাচন করা যাবে না। ফলে কলকাতার প্রশাসক বোর্ড নিয়ে মামলাটি সুপ্রিম কোর্টের ৫ ডিসেম্বর শুনানির জন্য রেখেছে।