এক নজরে

আমেরিকা তুমি কার?

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো : জো বিডেন না ডোনাল্ড ট্রাম্প? কাল ভাগ্য নির্ধারণ হবে এই দুই মহা প্রতিদ্বন্দ্বীর। আমেরিকা এবং বিশ্ববাসী তাকিয়ে আছে কালকের নির্বাচনের দিকে। আমেরিকার নির্বাচন কাল ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কাল রাতের মধ্যেই ফল ঘোষণা হবে কিনা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। তবে বুথ ফেরত সমীক্ষার ফল ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবার বেশি ভোট হবে মেল ইন ব্যালট এবং পোস্টাল ব্যালটে। তবে পেনসিলভেনিয়া ও মিশিগানের আধিকারিক জানিয়েছেন ভোট গণনা হতে তিন দিন সময় লেগে যেতে পারে। ডেমোক্র্যাট প্রার্থী বিডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শেষ হয়েছে। যুযুধান দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে কড়া ও চড়া আক্রমণ শানিয়েছেন। দুই প্রার্থী মনে করছেন তাদের জয় অবশ্যম্ভাবী। প্রেসিডেন্ট ট্রাম্প নর্থ ক্যারোলিনায় প্রচার চালিয়েছেন। অন্যদিকে জো বিডেন পেনসিলভানিয়া এবং ওহিওতে জোর প্রচার করেছেন।

দুই প্রার্থী একে অপরকে অযোগ্য এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে একেবারেই বেমানান বলে নিজেদের সমর্থকদের কাছে দাবি করেছেন। বিডেন তার সমর্থকদের উদ্দেশে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট পুনরায় ট্রাম্পকে করা হলে আমেরিকায় ঘৃণা ছড়াবে। অন্যদিকে ট্রাম্প প্রচার করেছেন আমেরিকাকে বিডেন একটি বন্দিশালায় পরিণত করতে চলেছে। পরবর্তী প্রেসিডেন্ট বিডেন হলে পরবর্তী চার বছর আমেরিকাবাসী কে একটি ভয়ঙ্কর যুগের সম্মুখীন হতে হবে। অন্যদিকে বিডেন বলেছেন ট্রাম্পের এবার ব্যাগ গুছিয়ে নেবার পালা। ফিলাডেলফিয়া একটি বড় সম্মেলনে ট্রাম্প সম্পর্কে এই কথা বলেন তিনি।

এদিকে দুই প্রার্থীর ভোট প্রচারে ফলে আমেরিকায় করোনা রোগীর সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।