এক নজরে

ভিয়ান্ডিতে আবাসন ভেঙে মৃত ৩৭

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: মহারাষ্ট্রের ভিয়ান্ডিতে আবাসন ভেঙে পড়ার ঘটনায় ৩৭ জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। ছত্রিশ বছরের পুরনো ওই আবাসনের একাংশ ভেঙে পড়ে সোমবার ভোররাতে। বাসিন্দাদের আশঙ্কা এখনো ১০ জন ভাঙ্গা ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দমকল ঘটনার তিন দিন পরেও সেখানে তল্লাশি চালাচ্ছে। যদিও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির কারণে তল্লাশি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে এন ডি আর এফ। সোমবার সকাল থেকে ওই ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে গিয়ে এখনও পর্যন্ত ন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে প্রশাসন।

থানের ভিয়ান্ডি নিজামপুর পুরসভায় এলাকায় ১০২ টি বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে বলে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। ফলে ওই বাড়ি গুলির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।