এক নজরে

ভীমা কোরেগাঁও মামলায় সাক্ষ্য তলব কল্যাণীর অধ্যাপককে

By admin

September 07, 2020

কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) ভীমা কোরেগাঁও মামলায় সাক্ষী দেওয়ার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা সমন পাঠালো কল্যাণীর এক অধ্যাপককে। আগামী ১০ সেপ্টেম্বর তাকে ওই সাক্ষ্য দেওয়ার জন্য এনআইএ র মুম্বাই অফিসে হাজির হতে বলা হয়েছে।

যদিও বর্তমান করোনা আবহে বিধি মেনেই অধ্যাপক ওই সমন গ্রহণ করেননি বলে খবর। কিন্তু কেন ওই ঘটনায় কল্যানীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন এন্ড রিসার্চের ওই অধ্যাপককে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকতে চায় এনআইএ তা এখনও স্পষ্ট নয়।

যদিও ভীমা কোরেগাঁও মামলায় জেলবন্দি কবি ভারভারা রাওয়ের সমর্থনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, বিজ্ঞানী, বুদ্ধিজীবীরা প্রতিবাদ জানাচ্ছেন। এই অবস্থায় তাদের মতোই ওই অধ্যাপক ভারভারা রাওয়ের সমর্থনে গলা মিলিয়ে ছিলেন বলেই সূত্রের খবর।

২০১৮ সালে মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁও গোলমালের ঘটনার পেছনে মাওবাদী যোগের অভিযোগ তুলে ভারভারা রাও সহ গৌতম নভালখা, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা-এর মতো বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা।