এক নজরে

Bhai Phota Sonagachi: সোনাগাছির যৌনকর্মীদের ভাইফোঁটা পালন

By admin

November 06, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যের বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে এবার ভাইফোঁটা ঘিরে উৎসবের পরিবেশ। গত বছর করোনা আবহে ভাইফোঁটা পালন করতে পারেনি সোনাগাছি। দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে ২০০৪ সাল থেকে যৌনপল্লিতে ঘটা করে ভাইফোঁটা পালন হলেও ২০১৮ সাল থেকেই উৎসবে ভাটা পড়ে। তবে এবার শুক্র ও শনিবার দু’দিন ধরে চলবে যৌনকর্মীদের ভাইফোঁটা।

দুর্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল অনুষ্ঠানটা হচ্ছে শনিবারেই। এদিন সকালে সোনাগাছিতে ফোঁটা নিতে আসেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন ফোঁটা নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।

ভাইফোঁটাকে উৎসবের রূপ দিতে তৈরি দুর্বারের সদস্যরা। সংস্থার মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায় বলেন, ‘‘নীলমণি মিত্র স্ট্রিটে দুর্বারের যে দফতর রয়েছে সেখানেই ভাইফোঁটার অনুষ্ঠান হবে। খাওয়া দাওয়া সবই হবে সেখানে। এমনিতে শনিবার দুপুর ১২টায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভাস্বরের জন্য সকাল সকাল আয়োজন করতে হবে। ওঁর কাজের তাড়া থাকবে বলে এখন থেকেই সকালে ফোঁটা দেওয়ার আয়োজন রাখা হচ্ছে।’’