%%sitename%%

এক নজরে

Mamata Banerjee Campaigns: বাংলার অবস্থান নৌকার মতো

By admin

September 24, 2021

কলকাতা ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনের আগে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে কলকাতার জল যন্ত্রণা ৷ নাগাড়ে বৃষ্টির জেরে শহরের বিস্তীর্ণ অঞ্চলে জমে থাকা জলকে ভোটের অন্যতম হাতিয়ার বানিয়েছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে সরকার কতটা তৎপর সেকথাই শুক্রবারের নির্বাচনী সভা থেকে তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভবানীপুরে ভোটের প্রচারে গিয়ে তিনি শহরে জল জমার কারণ ব্যাখ্যা করলেন ৷ পরিস্থিতি মোকাবিলায় সরকার কী কী কাজ করছে, তারও উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাংলার অবস্থান নৌকার মতো ৷ বিহার, ঝাড়খণ্ড ও ভুটানে বেশি বৃষ্টি হলে, তারা জল ছেড়ে দিচ্ছে ৷ আর দুর্ভোগ পোহাতে হচ্ছে বাংলাকে ৷ মমতা বলেন, বাংলাটা নৌকার মতো ৷ সল্টলেকটা আরও বড় নৌকা ৷ ওখানে জলাজমি ভরাট করা হয়নি ৷ নিচু জমিতে বাড়িগুলি তৈরি হয়েছে ৷ তাই জল জমে গেলে জল বেরোতে সময় লাগে ৷

মুখ্যমন্ত্রী এদিন জানান, জলযন্ত্রণা মোকাবিলা করার জন্য সরকার সাড়ে তিন লক্ষ পুকুর কেটেছে, ৫০০ কোটি টাকার চেক ড্যাম করা হয়েছে ৷ খালগুলিকে পরিষ্কার করা হয়েছে ৷ পাশাপাশি জমা জল নিয়ে কলকাতার সঙ্গে মুম্বই ও চেন্নাইয়ের তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, প্রাকৃতিক বিপর্যয় বাংলায় বেশি হয়। আমরা সামলাতে পারি বলে অনেকের চোখে পড়ে না ৷ মুম্বইতে, চেন্নাইতে বৃষ্টি হলে জল বেরোনোর জায়গা থাকে না ৷ দীর্ঘদিন জল জমে থাকে ৷ এখানে আমরা পাম্পিং স্টেশন করে দিয়েছি ৷ পানীয় জলের জন্যও আমাদের টাকা দিতে হয় না ৷ লোডশেডিংও আমরা করতে দিই না ৷ কিন্তু প্রকৃতি তো আমার হাতে নেই। মমতার দাবি, বিশ্ব উষ্ণায়নের কারণে প্রকৃতির রূপ বদলে গিয়েছে ৷ এখন অনেক বেশি বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে ৷ আশ্বিন মাসেও বর্ষা চলছে ৷

এছাড়াও কোভিড টিকাকরণে বাংলা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে বলে এদিন দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, ইতিমধ্যেই বাংলায় সাড়ে পাঁচ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে ৷ তবে রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ডোজ ৷ কেন্দ্রের থেকে তা পেলেই আরও বেশি করে টিকাকরণ হবে বলে তিনি জানান ৷

পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, তাঁর সরকারের পরবর্তী টার্গেট শিল্প ৷ মমতা বলেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে ৷ দেউচা পচামিতে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ৷ ওটা হয়ে গেলে আগামী একশো বছরে বিদ্যুতের অভাব হবে না, কয়লার অভাব হবে না ৷ ডেডিকেটেড ফ্রেট করিডর হচ্ছে ৷ অস্ট্রেলিয়া থেকে একটা সার্ভে টিম এসেছিল ৷ তারা বলে গিয়েছে, আগামী ২০ বছরে বাংলাই হবে গোটা বিশ্বের শিল্পের গন্তব্য ৷ সবাই বাংলায় আসতে চাইছে ৷

তবে বাংলার উন্নয়ন যাতে থেমে না-যায়, সেইজন্য ভবানীপুরের মানুষের কাছে ভোটদানের অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ভবানীপুর আর ভারত, দু‘টোরই আদ্যক্ষর ব অর্থাৎ বি ৷ তাই ভবানীপুর থেমে গেলে ভারতকেও জয় করা যাবে না ৷ ক্ষমতা চাই না, দেশের স্বাধীনতা যেন চলে না যায় ৷ ভারতকে তালিবান বানাতে দেব না ৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, অসম ও ত্রিপুরায় তালিবানি শাসন চলছে বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী ৷