এক নজরে

বাংলাদেশিদের সঙ্গে তাদের গুলিয়ে ফেলে ধরপাকড়ে আবার মুম্বাইয়ে দুশ্চিন্তায় এরাজ্যের বাঙালিরা

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: কয়েক বছর আগে বাংলাদেশি অজুহাতে এ রাজ্যের বাঙ্গালীদের তাড়ানো শুরু হয়েছিল মুম্বাই থেকে। মাঝে কিছুদিন ক্ষান্ত দেওয়ার পর আবার সেই পুরনো খেলায় শুরু হয়েছে মহারাষ্ট্রে। মূলত বাংলাদেশী নাগরিকদের দেশ থেকে হঠাৎ উচ্ছেদের উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু বহু এ রাজ্যের বাঙ্গালীদের এখন বাংলাদেশি বলে তকমা দেওয়ার অভিযোগ উঠছে। মুম্বাইয়ের নয়া নগর থানার মিরা রোড এলাকায় এই ধরপাকড়ের ভয় বহু প্রকৃত ভারতীয় নাগরিক এখন পালাতে চাইছেন মুম্বাই ছেড়ে। অভিযোগ সেখানকার মীরা ভন্দা বিহার পুলিশ কমিশনারেট এর থেকে ধরপাকড়ে ১৪ জন বাংলাদেশিকে চিহ্নিত করে পুলিশ গত শুক্রবার। তারপর থেকেই বাংলাদেশি ধরতে বাড়তি উদ্যোগ নিয়েছে সেখানকার পুলিশ। দেখা যাচ্ছে নয়া নগর থানা এলাকার বহু বাঙালি বিভিন্ন কাজের সূত্রে থাকেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলির বহু লোক রয়েছেন। তাদের কাছে এদেশের ভোটার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় প্রমানপত্র রয়েছে। কিন্তু তারাও পুলিশ বাংলাদেশের বলে দেগে দেবে এই ভয়ে কর্মস্থল ছাড়তে চাইছেন। কেউবা ভাবনা চিন্তা করছেন।