এক নজরে

Srabanti Chatterjee: এবার বিজেপি ত্যাগ শ্রাবন্তীর

By admin

November 11, 2021

কলকাতা ব্যুরো: বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একটি টুইটে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একথা জানিয়েছেন তিনি। তবে এখনই তৃণমূলে যোগদানের বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।

টুইটে তিনি লেখেন, যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাঁদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত। চলতি বছরের মার্চে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেত্রী। সেই সময় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মফুলে যোগ দেন রুপোলি পর্দার জনপ্রিয় নায়িকা।

গেরুয়া শিবিরের সদস্য হওয়া পর তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হতে চাই। রাজ্যে ও কেন্দ্রে এক সরকার হওয়া দরকার। বাংলায় পরিবর্তন দরকার। সেই সময় শ্রাবন্তী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করি। তিনি দেশের উন্নতিতে অনেক কিছু করছেন। আমিও তাঁর হাত ধরে মানুষের জন্য কিছু করতে চাই।

একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী কিন্তু নির্বাচনে হেরে যান তিনি। এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে নায়িকার। বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গত্যাগের কথা ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে টুইট করেন শ্রাবন্তী। বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হওয়ার পর বিজেপি ত্যাগের ধুম পড়ে গিয়েছে ৷ নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের অধিকাংশই আজ তৃণমূলমুখী ৷ ভোটের আগে রুপোলি পর্দার বেশ কয়েকজনও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ ভোটে হেরে তাঁরা প্রায় সবাই আজ নিষ্ক্রিয় ৷ এরই মধ্যে শ্রাবন্তী আজ দল ছাড়লেন ৷