এক নজরে

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি

By admin

August 09, 2021

কলকাতা ব্যুরো: সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বুধবার থেকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। আর এই মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে গিয়ে সীমানা সংলগ্ন এলাকার ওপর অবস্থান করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে বুধবার থেকে ফের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতায় আকাশ মেঘলা রয়েছে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে। এদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম জারি থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।