এক নজরে

নিম্নচাপ কাটলে আবার ইলিশ উঠবে কিনা তা ভেবেই দুশ্চিন্তা বাংলার মৎস্যজীবীদের

By admin

September 20, 2020

কলকাতা ব্যুরো: আবহাওয়া দপ্তরের সতর্কতায় সমুদ্র যাওয়া মৎস্যজীবীরা শনিবার রাত পর্যন্তঘরে ফিরেছেন। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের গ্রামগুলিতে তাই একদিকে স্বস্তি। আবার অন্যদিকে নতুন দুশ্চিন্তা আর ইলিশ না পাওয়ার।ঘরে ফিরতে বাধ্য হওয়া মৎস্যজীবীরা বলছেন, এমন আবহাওয়া ইলিশ ধরার উপযুক্ত। এমন পরিবেশেও নিম্নচাপের ভ্রূকুটিতে ডাঙায় উঠে আসতে হল। তাই রীতিমতো দুশ্চিন্তায় মৎস্যজীবীরা। তারা বলছেন, এমনিতেই লকডাউন এর পরেও আবহাওয়া অনুকূল না থাকায় ইলিশ তেমন ওঠেনি। গত কয়েকদিন ধরে ফের আবহাওয়া ইলিশ ধরার অনুকূল হয়েছিল। তাই দলে দলে মৎস্যজীবীরা যাচ্ছিলেন ইলিশের সন্ধানে।আবহাওয়া দপ্তর নিম্নচাপে ঝড়-ঝঞ্ঝার আশঙ্কার কথা বলায় এখন মৎস্যজীবীরা ফিরে এসেছেন। কাকদ্বীপ, নামখানা, কুলতলী থেকে অন্যদিকে কাঁথি, দীঘা, শঙ্করপুরে মৎস্যজীবীদের আশঙ্কা, নিম্নচাপের জন্য যে কয়দিন যাওয়া যাবে না সমুদ্রে, এরপরে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। ফলে আর ইলিশ মিলবে কিনা তা নিয়ে সন্দিহান তারা।তারা মনে করছেন, এরপরে আর বঙ্গে ইলিশ না পাওয়া গেলে তখন ভরসা একমাত্র বাংলাদেশ। যদিও সেখান থেকে কতটা ইলিশ আসবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ব্যবসায়ীদের।