কলকাতা ব্যুরো: ২০২১ এই পশ্চিমবঙ্গ, অসম, কেরালার বিধানসভা নির্বাচন। আর ওই নির্বাচনে বিজেপি পাখির চোখ স্থির করেছে বাংলাকে। সেকথা মাথায় রেখেই এবার ষষ্ঠীতে দেবীর বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভার্চুয়াল ভাষণ দিন, চাইছেন দিলীপ ঘোষরা। হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় উৎসবে আবেগ উস্কে দিতেই তা চাইছে বঙ্গ বিজেপি। রাজ্যে বিজেপির সাংগঠনিক বৈঠকে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রস্তাবটি পাঠানো হবে নরেন্দ্র মোদীর কাছে।এ রাজ্যে তৃনমূল কংগ্রেসের সরকার দুর্গাপুজো করতে দেয়না, এমনই অভিযোগ করে আসছিলো বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবেই জানিয়েছিলেন, কোভিড আবহে স্বাস্থ্য বিধি মেনেই পুজো হবে। শুধু তাই নয়, সে ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে যেমন আচরণ বিধি বেঁধে দেওয়া হয়েছে, তেমনই পুজো কমিতিগুলিকে আর্থিক সাহায্য, পুরোহিত ভাতা, কমিতিগুলিকে নানা রকম ছাড়ের ব্যবস্থাও করছে রাজ্য। বিজেপি ই বরং এখন মনে করছে, কোভিড পরিস্থিতিতে পুজো না হওয়াই ভালো। কিন্তু ভোটের কয়েক মাস আগে তা হিন্দুদের আবেগে আঘাত করতে পারে। সে কারণেই বোধনে মোদীর ভাষণ চাইছে বঙ্গ বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।