এক নজরে

Belur Math: বছরের শুরুতেই ৪ দিনের জন্য বন্ধ বেলুড় মঠ

By admin

December 28, 2021

কলকাতা ব্যুরো: অনিবার্য কারণবশত ইংরাজি নতুন বছরের শুরুতে বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। সোশ্যাল মিডিয়াতে তেমনই একটি নির্দেশিকা প্রকাশ করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তাতে লেখা রয়েছে আগামী ১ জানুয়ারি ২০২২ শনিবার থেকে ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার পর্যন্ত এই চারদিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।

আবার ৫ জানুয়ারি ২০২২ বুধবার থেকে পুনরায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। যদিও ১ জানুয়ারি মঠের পুজো ও সন্ধ্যারতি বেলুড় মঠের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে দেখতে পারবেন ভক্তরা।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর জগজ্জননী শ্রীশ্রীমা সারদাদেবীর শুভ জন্মতিথির দিন ভক্তদের জন্য খোলা ছিল বেলুড় মঠ। ওইদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকাল ৩টে ৩০ থেকে ৫টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খোলা ছিল। বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে বেলুড় মঠে ভিড় হয় প্রচুর।

করোনা পরিস্থিতির জেরে গত ১ জানুয়ারিও বন্ধ ছিল বেলুড় মঠ। এ বছর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় যেহেতু সারদা দেবীর জন্মতিথিতে মঠ খোলা ছিল, তাই অনেকেই ভেবেছিলেন ১ জানুয়ারি মঠ খোলা থাকবে কিন্তু কর্তৃপক্ষের এহেন নির্দেশিকায় নতুন বছরের শুরুতে বেলুড় মঠ বন্ধে অনেক ভক্ত ও দর্শনার্থীদেরই মনখারাপ।