কলকাতা ব্যুরো: করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ ছিল বেলুড় মঠ। ১৮ আগস্ট ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হয় বেলুড় মঠের দরজা। এরপরে চলতি মাসের ১ তারিখ থেকে বেলুড় মঠ দর্শনের সময়সূচির পরিবর্তন করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। এবার আবারও নতুন করে সময় বদলের সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সময়সূচির কথা জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা অবধি ও বিকেলে ৪ টে থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ।
অন্যদিকে, আগামী ১ অক্টোবর থেকে সকালে ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ অর্থাৎ সকালের সময়ে কোনও পরিবর্তন হয়নি ৷ কিন্তু বিকেলে ৩.৩০ মিনিট থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত খোলা থাকছে বেলুড় মঠ ৷ বিকেলে খোলার সময় আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ৷
যদিও আগের নির্ধারিত সমস্ত কোভিড বিধিনিষেধ বজায় থাকবে বলেই বেলুড় মঠ সূত্রের খবর। সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য ২টি কোভিড টিকা নেওয়ার সার্টিফিকেট অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ঢোকা যাবে বেলুড় মঠে। আপাতত এই সময়সূচি বহাল থাকলেও পরিস্থিতি অনুযায়ী ফের বদল হতে পারে সময়সূচি, জানিয়েছে মঠ কর্তৃপক্ষ ৷