এক নজরে

খুললো বেলুড় মঠ, তবে শর্ত পূরণেই মিলবে প্রবেশের অনুমতি

By admin

August 18, 2021

কলকাতা ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ। বুধবার সকালে তৃতীয়বারের জন্য খুললো বেলুড় মঠ। ফলে স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া।

সংক্রমণ এড়াতে কঠোর বিধি নিষেধের মধ্যে দিয়ে প্রত্যেক দর্শনার্থীকে মঠের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেই মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর। তবে এইবার মঠে প্রবেশের ক্ষেত্রে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে। রিপোর্ট যেন তিনদিনের বেশি পুরোনো না হয়।

প্রসঙ্গত, আগের বছর কোভিডের সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ২৫ মার্চ, ২০২০ প্রথম বন্ধ হয় বেলুড় মঠ। এরপর ১৫ জুন থেকে ১ আগস্ট ২০২০ পর্যন্ত খোলা থাকার পর ফের বন্ধ হয়ে যায় মঠ। এরপর ১০ ফেব্রুয়ারি, ২০২১ সালে পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হয় মঠ কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে ২২ এপ্রিল থেকে ফের বন্ধ করে দেওয়া হয় মঠ। এরপর ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য বেলুড় মঠ খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর ফের বুধবার তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল।