কলকাতা ব্যুরো: করোনা আবহেও বেলুড় মঠে এবারও শাস্ত্র মতেই হবে দুর্গাপূজা। তবে পুজোর সাময় কোনো ভক্তকেই মঠ প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হবে না। তবে ভক্তদের সেই পুজো দেখার ব্যবস্থা করে দিতে তা ইউটিউবে প্রচার করা হবে।

এবার বেলুড় মঠের পুজো হবে মূল মন্দিরেই। প্রসঙ্গত স্বামী বিবেকানন্দ যখন বেলুড়ে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন তখন তা শুরু হয়েছিলো মূল মন্দিরেই। কিন্তু পরবর্তীতে ভক্তদের ভিড় বাড়ায় তা স্থানান্তরিত করা হয় মন্দির সংলগ্ন পাশের মাঠে। এবছর বিধিনিষেধের মধ্যে দুর্গাপুজো হওয়ায় তা অনুষ্ঠিত হবে মূল মন্দিরেই।
শাস্ত্র মতেই এবার পুজো হবে বেলুড়ে। হবে কুমারী পুজোও। তবে তা সামনে থেকে দেখার সুযোগ মিলবে না ভক্তদের। এবছর বিতরণ করা হবে না কোনো প্রসাদও।

Share.
Leave A Reply

Exit mobile version