এক নজরে

বেলডাঙায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সলিল সমাধি পাঁচজনের

By admin

October 27, 2020

কলকাতা ব্যুরো: দূর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পাঁচজনের সলিল সমাধি হল মুর্শিদাবাদে। মৃতরা মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির পুজোর ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন।

সোমবার সন্ধ্যায় দুটি বোটে করে দুর্গা প্রতিমা নিয়ে স্থানীয় জলাশয় যান বেলডাঙার হাজরা পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। কোনভাবে দুটি নৌকো একসময় জোড়া সরে গিয়ে মাঝে জলের মধ্যে পড়ে যান বেশ জয়েক জন। তাদের দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতে পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য, দুর্গা প্রতিমা ভাসানোর জন্য ওই পরিবারের তরফে কোন পুলিশের অনুমতি নেওয়া হয়নি। দুটি বোটে গাদাগাদি করে বহু মানুষ সোশ্যাল ডিসটেন্স না মেনেই ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন। সেই বিসর্জন দেখার জন্য জলাশয় এর পারে প্রচুর মানুষ ভিড় করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার প্রভাবশালী একটি পরিবার ওই পুজো করে। একসময় নবাবদের থেকে তারা হাজরা উপাধি পেয়েছিল। বহু বছর ধরেই হাজরা পরিবারের পুজোয় যোগ দেন স্থানীয়রা। এবং প্রতিবছরই বেলডাঙ্গার ওই জলাশয় দেবীর বিসর্জন হয়। কিন্তু এবার তা এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো।