কলকাতা ব্যুরো: মুর্শিদাবাদের রেজিনগরে তিন পথচারীকে পিষে দিলো ট্রাক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাকটি বেলডাঙা থেকে পলাশী যাচ্ছিলো বলে জানা গিয়েছে। রেজিনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দায়িয়েছিলেন তিনজন পথচারী। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি তাদের তিনজনকেই পিষে দেয়।
ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ঘাতক ট্রাকটির চালক পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।