এক নজরে

Behala Murder Case: হাতে ব্যাগ নিয়ে রাতে গোয়েন্দাদের গাড়িতে উঠলেন তপন

By admin

September 09, 2021

কলকাতা ব্যুরো: পুলিশের সঙ্গে কথা বলার পর হাতে ব্যাগ নিয়ে পুলিশের গাড়িতে উঠলেন তপন মণ্ডল। আর ওই ব্যাগ নিয়েই নতুন করে রহস্য দানা বাঁধেছে। জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা আচমকাই পর্ণশ্রীর সেনপল্লির ওই বাড়িতে ঢোকেন। ঘণ্টা দেড়েক মৃতের স্বামী তপন মণ্ডলের সঙ্গে কথাও বলেন। তারপর রাত পৌনে বারোটা নাগাদ তাঁকে নিয়ে চলে আসেন লালবাজারে। জানা গিয়েছে, সেখানেই চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব।

তপন মণ্ডলের দাবি, ঘটনার দিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি ঘরে ছিলেন না। পাশাপাশি তিনি অফিসেও ছিলেন না। তিনি তাঁর ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য খিদিরপুরে গিয়েছিলেন । এখানেই তদন্তকারীদের প্রশ্ন, তাহলে তপন মণ্ডলের হাতের আংটিতে রক্তের দাগ এল কোথা থেকে? লালবাজার সূত্রের খবর, তপন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতিও পূর্ণমাত্রায় ধরা পড়ছে।

ঘটনার পর মৃতার বাপের বাড়ির সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্তকারীরা। তাঁরা গোয়েন্দাদের জানিয়েছেন, তপন মণ্ডলের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ নেই তাঁদের। সুস্মিতার বাবা, দিদি স্পষ্ট জানিয়েছেন, তপন তাঁর স্ত্রীর প্রতি কর্তব্যে কখনও কোনও গাফিলতি করেননি। তবে কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তাতে মৃতার স্বামী তপন মণ্ডলের সঙ্গে একাধিকবার কথা বলতেই হচ্ছে তদন্তকারীদের।