এক নজরে

বিকাশ ভবন যাওয়ার আগেই এসএসসি গ্রুপ সি এবং ডি বিক্ষোভকারীদের আটক করলো পুলিশ

By admin

August 04, 2022

কলকাতা ব্যুরো: এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি-র বিক্ষোভ সামাল দিতে কড়া পদক্ষেপ পুলিসের। বৃহস্পতিবার সকালে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীরা নিজেদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে করুণাময়ী মোড়ে জমা হতে শুরু করেন।

কিন্তু প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই পদক্ষেপ করতে শুরু করে পুলিস। জমায়েত শুরু হওয়ার আগেই করুণাময়ী মোড়, ময়ূখ ভবনের সামনে মোতায়েন থাকা পুলিসকর্মীরা তাঁদের আটক করতে শুরু করে। জমায়েত হওয়া চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়া হয়। এরপর সকলকে আটক করে বিক্ষোভ কর্মসূচি রুখে দেওয়া হয়।

বুধবারও প্রায় একই ছবি দেখা গিয়েছিল বিধাননগরে। ২০১৭ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে উল্টোডাঙা থেকে সল্টলেকে এপিসি ভবনে যাওয়ার সময় পিএনবি মোড়ে মিছিল আটকে দেয় পুলিস। শুরু হয় পুলিসের সঙ্গে বচসা। চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। এমনকি চাকরিপ্রার্থীদের ‘তুই’ বলেও সম্বোধন করতে দেখা যায় পুলিসকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে টেট উত্তীর্ন ৯ হাজার ৮৯৬ জনের মেধা তালিকায় থাকা চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে এপিসি ভবন চলো অভিযানের ডাক দেয়। বুধবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করার জন্য উল্টোডাঙা থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা হয় টেট চাকরিপ্রার্থীরা। কিন্তু সল্টলেক পিএনবি মোড়ে তাঁদের আটকে দেওয়া হয়।

পুলিস বিক্ষোভকারীদের বাধা দিলে, তাঁদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বেধে যায়। বিক্ষোভকারীরা জানান, তাঁদের অবিলম্বে নিয়োগ করতে হবে। পাঁচ বছর কেটে গিয়েছে। এখনও নিয়োগ হয়নি।