কলকাতা ব্যুরো: আবহাওয়ার খামখেয়ালিপনা বোধ হয় একেই বলে। তবে পর্যটকদের কাছে সেটা দারুণ খুশির খবর। বছরের প্রথম তুষারপাত হল কালিম্পংয়ে। বুধবার দুপুরে আচমকা কালিম্পং সদর থেকে ২২ কিলোমিটার দূরে রিশপে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই শুরু হয় তুষারপাত।
আর রিশপে মরসুমের প্রথম তুষারপাত শুরু হতেই খুশির আমেজ কালিম্পংয়ে। প্রতি বছর মোটামুটি ডিসেম্বরের শেষে তুষারপাত হত। কিন্তু এই বছর বড়দিনের আগেই হলো তুষারপাত। রিশপে এইসময় পর্যটক ঠাসা। তবে রিশপে তুষারপাত হলেও কালিম্পংয়ে রোদ ঝলমলে আবহাওয়া। এদিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তুষারপাতের জেরে সমস্যায় পড়েন পর্যটকরা। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে বছরের প্রথম তুষারপাতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে আশাবাদী পর্যটনমহল।