এক নজরে

বেচারাম-এর ইস্তফাপত্র গ্রহণ করলো না তৃণমূল

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো : হঠাৎই বেচারাম মান্না ড্রামা আজ। আচমকা বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি। এদিন দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। তবে বেচারাম বাবুর এই ইস্তফা দলের তরফে গৃহীত হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে।

দলীয় কমিটি গঠন নিয়ে মতপার্থক্যের জেরে এদিন ইস্তফা দেন বেচারাম মান্না। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাকে তৃণমূল ভবন থেকে ডেকে পাঠানো হয়। তার সঙ্গে নেতৃত্ব এক দফা আলোচনা করেন। তিনি ইস্তফাপত্র ফিরিয়ে নেন বলে জানা গেছে। তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল জানিয়েছেন বেচারাম ইস্তফা দিতে চান বলে জানিয়েছেন। বেচারাম কে বোঝালেও বিরত করতে পারবেনা দল।

ঘটনার সূত্রপাত সিঙ্গুরের নতুন কমিটিতে দলের ব্লক সভাপতি নির্বাচনকে ঘিরে। তাতে দেখা যায় যিনি সিঙ্গুরের ব্লক সভাপতি ছিলেন সেই মহাদেব দাস কে , রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত, সরিয়ে সভাপতি নির্বাচিত হয়েছে গোবিন্দ ধারা। তিনি আবার বেচারাম মান্না ঘনিষ্ঠ।

এতে ক্ষুব্ধ রবীন্দ্রনাথ বাবু প্রশ্ন করেন কোন কারণে মহাদেব দাস কে এই পদ থেকে সরানো হলো ? তিনি জানান মহাদেব সততার সঙ্গে কাজ করছিল বলে বাকিদের সমস্যা হচ্ছিল । তিনি বলেন যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারাই দলের নেতৃত্ব দেবেন আর সততার সঙ্গে যারা কাজ করবেন তাদের কি দলে জায়গা নেই ? এরপর রবীন্দ্রনাথ বাবু ইস্তফার হুমকি দেন।