কলকাতা ব্যুরো: বড়দিনের আনন্দের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটির নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হল এবং আগামী বছরের ভারতীয় ক্রিকেট বোর্ডের আংশিক পরিকল্পনা প্রকাশ করা হল। BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC, তে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে আরো একবার মনোনীত হয়েছেন। বোর্ড সচিব জয় শাহ বিকল্প ডিরেক্টর থাকবেন, তিনি আইসিসি-র চিফ এক্সিকিউটিভ কমিটিতে বোর্ডের প্রতিনিধিত্ব করবেন।

আমেদাবাদে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের কেন্দ্র হিসেবে কলকাতা, মুম্বাই, আমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি এবং মোহালিকে বেছে নেওয়া হয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি ‘NCA’ ভেঙে পাঁচটি কেন্দ্র গড়ে তোলা হবে। ২০২২ সাল থেকে আইপিএল দশ দলের করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চেতন শর্মা ভারতের জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন। কমিটিতে অপর দুই নতুন সদস্য হয়েছেন আবে কুরুভিল্লা এবং দেবাশীষ মোহান্তি। গতকাল বিসিসিআই এর বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ সদস্যেরএই কমিটির অন্যরা হলেন হরবিন্দর সিং ও সুনীল যোশী। চেতন শর্মা ভারতের হয়ে ২৩ টি টেস্ট ও ৬৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৭ সালে বিশ্বকাপে তিনি হ্যাটট্রিক করেছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version