এক নজরে

KMC Election Result: বিপুল ভোটে জিতলেন ক্ষিতি-কন্যা বসুন্ধরা

By admin

December 21, 2021

কলকাতা ব্যুরো: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক তিনি ! তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে লড়াই করেছিলেন। কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। মহিলাদের জন্য সংরক্ষিত ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বামনেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে। তৃণমূলের প্রার্থী তালিকায় এটাই ছিল সবচেয়ে বড় চমক। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে ঘিরে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে।

এক্কেবারে কট্টর বামপন্থীর মেয়ে হয়ে বাম বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই শুরু করেছেন অধ্যাপিকা বসুন্ধরা গোস্বামী। ক্ষিতি গোস্বামীর মৃত্যু পর থেকেই বঙ্গ রাজনীতিতে যে জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল, সাম্প্রতিক এই সকল ঘটনার পর তা আরও অনেক বেশি জোরাল হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বুঝে যান, তৃণমূলের অনেক কাছাকাছি চলে এসেছেন ক্ষিতি-কন্যা। তারপর সবচেয়ে বড় চমক তৃণমূলের প্রার্থী তালিকা।

পুরভোটের প্রার্থী তালিকায় মহিলা ওয়ার্ডে নাম উঠে আসে ক্ষিতি-কন্যার। এবারের পুরভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল। প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছেন ক্ষিতি কন্যা৷