এক নজরে

ব্যারাকপুরের হারানো জমি ফেরাতে মরিয়া তৃনমূল

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: গত লোকসভা নির্বাচনে ব্যাকাকপুরের হারানো জমি ফেরাতে মরিয়া তৃনমূল। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী দ্বীনেশ ত্রিবেদিকে হারিয়ে ওই কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপর থেকেই প্রায়শই ওই কেন্দ্রে লেগে রয়েছে রাজনৈতিক অশান্তি। পরস্পরের বিরুদ্ধে তা নিয়ে দোষারোপ চালাচ্ছে তৃনমূল ও বিজেপি শিবির।

ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের পর থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল। মনীশ হত্যার প্রতিবাদে পরদিন বিজেপির ডাকা ১২ ঘন্টার ব্যারাকপুর বনধ কে কেন্দ্র করে এলাকার বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটে। গতকাল চিড়িয়ামোড় থেকে শান্তি মিছিল করে তৃনমূল। শুক্রবার পাল্টা মিছিলের ডাক দিয়েছে বিজেপিও। তৃনমূলের তরফেও আবার ১৬ এবং ১৭ অক্টোবর ওই এলাকায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে তৃনমূল এবং বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুজোর আগেই ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা ব্যারাকপুর।