কলকাতা ব্যুরো: আজ ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা ব্যারাকপুর। আজ চিড়িয়ামোড় থেকে ব্যারাকপুর পর্যন্ত শান্তি মিছিল করবে তৃনমূল কংগ্রেস। ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে ওই মিছিলে সামিল হবেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক সহ দলীয় নেতৃত্ব। মনীশ শুক্লা খুনের পর থেকে ওই এলাকায় যে অশান্তি শুরু হয়েছে তার বিরুদ্ধেই আজকের মিছিল বলে জানা গিয়েছে।
এদিকে গতকাল থেকেই ব্যারাকপুর, টিটাগড় এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে। গতকাল অভিযান চালানো হয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতেও। পুলিশ অভিযান নিয়ে উত্তেজনা রয়েছে এলাকায়। বিজেপি ও এটিকে ভালোভাবে নিচ্ছে না। মনীশ খুনের পর থেকেই উত্তপ্ত ব্যারাকপুর। আজ সেই উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।