এক নজরে

বন্ধ বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা

By admin

August 07, 2021

কলকাতা ব্যুরো: বার্নপুরে বন্ধ বার্ন স্টান্ডার্ড ওয়াগন কলোনীর বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল। মিছিলে সামিল হন স্থানীয় দুটি প্রাইমারী ও একটি হাই স্কুল সহ বার্ন স্টান্ডার্ড কলোনীর বাসিন্দারা। এদিনের বিক্ষোভ মিছিল শুরু হয় বন্ধ বার্ন স্টান্ডার্ড কারখানার মূল গেট থেকে। শেষ হয় আসানসোল ভগৎ সিং মোড়ে।

প্রসঙ্গত, ১৯১৮ সালে বার্নপুরের বার্ন স্টান্ডার্ড কোম্পানী পথ চলা শুরু করে। রেলের ওয়াগান নির্মানে বার্ন স্টান্ডার্ড ওয়াগান কোম্পানীর ভারত জোড়া নাম ছিল। কিন্তু ঠিক ১০০ বছর পর ২০১৯ সালে “রুগ্ন শিল্প” হিসাবে কেন্দ্রীয় সরকার বার্ন স্ট্যান্ডার্ড ওয়াগান কোম্পানী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি কর্তৃপক্ষ বার্ন স্ট্যান্ডার্ড কলোনীর বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ কেটে দেওয়ায় গণ্ডগোলের সুত্রপাত। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের জেরে স্থানীয় দুটি প্রাইমারী ও একটি হাই স্কুল সহ ২৭০টি পরিবার অসুবিধায় পড়েন। এরপরই তারা কারখানার সামনে রিলে অনশন শুরু করেন।

স্থানীয় কাউন্সিলর মিলন মন্ডলের অভিযোগ, স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি সমস্যাটিকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চাইছেন। আজ ১৭ দিন ঐ কলোনীতে জল ও বিদ্যুৎ নেই। স্থানীয় দুটি প্রাইমারী ও একটি হাই স্কুলের পড়ুয়ারা প্রশাসনকে সমস্যার দ্রুত সমাধানের দাবী জানিয়েছে।