এক নজরে

ডাম্পারের ধাক্কায় বারাবনিতে গুরুতর আহত বালিকা

By admin

May 20, 2021

কলকাতা ব্যুরো: ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ৬ বছরের বালিকা। এই ঘটনার জেরে সৃষ্টি হয় উত্তেজনা,ভাঙচুর, ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার অন্তর্গত বালিয়া পুর এলাকায়।উত্তেজিত জনতা ছটি ডাম্পার ও পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় অর্পিতা মন্ডল নামে ওই বালিকা কে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, দিদির বিয়ে উপলক্ষে পরিবারের সকলের সঙ্গে জল সয়ে বাড়ি ফিরছিল ওই বালিকাটি। সেই সময়ই একটি লরি ধাক্কা মারে ৬ বছরের ওই বালিকা অর্পিতা মণ্ডলকে।ঘটনার পরেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।