কলকাতা ব্যুরো: পণ্য বোঝাই এক মালগাড়ি দুর্ঘটনায় আটকে গেলো ইসিএলের কয়লা সরবরাহ। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ জামুরিয়া থেকে সিতারামপুর যাওয়ার পথে বারাবনি রেল গেটের কাছে এক মালবোঝাই মালগাড়ির পেছনের বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এবং ট্রেনের চালক ঘটনাটি বুঝতে পারার সঙ্গে সঙ্গে গাড়িটিকে দাঁড় করিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিক ও আরপিএফ সেখানে পৌঁছায়। এই মাল গাড়িটির লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে ইসিএলের আইসিএমএল কোলিয়ারি কয়লা বোঝাই একটি মালগাড়ির আটকা পড়ে যায়। এই ঘটনার ফলে কোন রকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির মত ঘটনা ঘটেনি।

Share.
Leave A Reply

Exit mobile version