কলকাতা ব্যুরো: বাঁকুড়ায় ছাতনা থানা এলাকায় বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে, ৬০-এ জাতীয় সড়কে সোমবার ভোর রাত পৌনে তিনটে নাগাদ ট্রেলরের সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কা লাগে। মারতি ভ্যানের একই পরিবারের তিনজন ও চালক ঘটনাস্থলেই মারা যায়। ঐ গাড়িতে থাকা পাঁচজন আহত হয় । এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে মৃতদের মধ্যে এক মহিলা আছেন। এরা বাঁকুড়া থানার বেলিয়া গ্রামের বাসিন্দা। এরা পুরুলিয়া থেকে ফিরছিলো। দুর্ঘটনাটি ঘটেছে ভীমপুর মোড়ে। পুলিশের প্রথমিক অনুমান, এরা পুরুলিয়াতে বেড়াতে গিয়েছিলো। আহতদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। বাকিরা, বাঁকুড়া থানা এলাকার বেলিয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছেন। মৃতদের নাম সন্তোষ মুখার্জি- বয়স৭০, ওনার স্ত্রী বেলারানী মুখার্জি- বয়স ৬৪, মেয়ে, উমা মুখার্জি- বয়স ৪২ এবং চালক সুমন্ত বাসকে- বয়স ২২বয়স বছর।

Share.
Leave A Reply

Exit mobile version