কলকাতা ব্যুরো : ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার বাজেটেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। কেন্দ্রের এই নীতির প্রতিবাদে এবার ধর্মঘটের পথে যাচ্ছেন ব্যাঙ্ক কর্মচারীরা। বেসরকারিকরণের প্রতিবাদে মার্চ মাসে পরপর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়ন অফ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ১৫ ও ১৬ মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
১৫ তারিখ সোমবার ও ১৬ তারিখ মঙ্গলবার। কিন্তু এর আগে ১৩ মার্চ পড়েছে মাসের দ্বিতীয় শনিবার ও ১৪ তারিখ রবিবার। ফলে পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আশঙ্কা করা হচ্ছে এরফলে ব্যাঙ্ক ও এটিএম পরিষেবায় প্রভাব পড়বে। ভোগান্তি হতে পারে গ্রাহকদের।