কলকাতা ব্যুরো: এখন থেকে আবার শনিবার আগের মতই সমস্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুমতি দিল রাজ্য সরকার। শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকবে আগের মতোই।
অর্থ সচিব হরেকৃষ্ণ দ্বিবেদি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে লোকের সমস্যার জন্য শনিবার ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন কন্টেইন্মেন্ট জোনের বাইরে আগের মতই শনিবার ব্যাংক খোলা রাখতে হবে।