এক নজরে

শহর জুড়ে ফের ব্যাঙ্ক জালিয়াতির ফাঁদ

By admin

December 16, 2020

কলকাতা ব্যুরো: শহর জুড়ে ফের ব্যাঙ্ক জালিয়াতির ফাঁদ। আর সেই ফাঁদেই সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল কুখ্যাত জামতাড়া গ্যাং এর দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা গত দু’দিন ধরে জামতাড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় হানা দিয়ে তিনজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে জালিয়াতির কিছু টাকা উদ্ধার করা গিয়েছে বলে পুলিশ সুত্রে খবর।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুমাস ধরে এই কুখ্যাত ব্যাঙ্ক জালিয়াতরা শহর জুড়ে জালিয়াতির ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে মাস দুয়েক আগে। এর ঠিক পরেই শ্যামপুকুরের এক ব্যক্তিকে মোবাইলে ফোন করে এটিএম আপডেটের নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। মাসখানেক আগে অন্য একটি ঘটনা ঘটে কালীঘাট থানা এলাকায়। ওই ব্যক্তি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলে তদন্তের দায়িত্ব নেয় লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। অবশেষে তদন্তে আসে সাফল্য। গ্রেফতার করা হয় জালিয়াতদের।