এক নজরে

বাঙ্গুরের সেই শ্যামাপদ গড়াইয়ের বকেয়া মেটানোর মুচলেকা দিল রাজ্য

By admin

December 02, 2020

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীকে সদলবলে হাসপাতলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে সাসপেন্ড হওয়া বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি তৎকালীন অধিকর্তা শ্যামাপদ গড়াইয়ের অবসরকালীন যাবতীয় ভাতা মিটিয়ে দেওয়া হয়েছে বলে হাইকোর্টে মুচলেকা দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব।

এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ২০১৯ সালের বকেয়া টাকা পয়সা আদালত ওই অধিকর্তাকে মিটিয়ে দেওয়ার নির্দেশ পালন না হাওয়ায় আদালত মামলাটির শুনানি করে। এদিন আদালতে তলব করেছিল রাজ্যের স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে। রাজ্যের একাউন্টেন্ট জেনারেল তরফে জানানো হয় তাদের তরফ এ ওই অধিকর্তার যাবতীয় টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অধিকর্তার তরফে জানানো হয়, এখনো পর্যন্ত গ্র্যাচুইটির সব টাকা মেটানো হয়নি। তাতে স্বাস্থ্য দপ্তর ওই টাকা আটকে রেখেছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। এর পরেই স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমকে হাইকোর্ট টাকা ফেরানোর ব্যাপারে মুচলেকা দিয়ে জানাতে বলে, তিনি সেই নির্দেশ পালন করেন।

২০১১ সালের ২৭ মে মুখ্যমন্ত্রী সদলবলে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি ঢুকেছিলেন। এত দলবল নিয়ে হাসপাতালে ঢোকায় আপত্তি জানান তৎকালীন বিআইএন অধিকর্তা গড়াই। তারপরেই তাকে সাসপেন্ড করে সরকার। ২০১৮ সালে তিনি ওই অবস্থায় অবসর নেওয়ার পরেও তার বকেয়া টাকা পয়সা আটকে দেওয়া হয়। তিনি মামলা করেন হাইকোর্টে। আদালত তার যাবতীয় বকেয়া মেটানোর নির্দেশ দেয় গত বছর। কিন্তু নির্দেশ পালন না হাওয়ায় আদালত অবমাননার মামলা হয়। আজ সেই মামলাতেই বকেয়া মেটানোর মুচলেকা দিতে হলো স্বাস্থ্য সচিবকে।