%%sitename%%

এক নজরে

Hilsa West Bengal: কেটে গেলো ইলিশের খরা

By admin

September 23, 2021

কলকাতা ব্যুরো: বুধবার বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ এলো রাজ্যে। বাংলাদেশ সরকার আগেই ঘোষণা করেছিল ভারতে পাঠানো হবে পদ্মার ইলিশ। আর সেই মতো বুধবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে এক থেকে দেড় কেজি ওজনের মোট ১৬ টন ইলিশ এলো ভারতে। পুজোর আগে আরও ইলিশ বাংলাদেশ থেকে খুব শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে।

পুজোর আগে বাঙালির পাতে উঠতে চলেছে পদ্মার ইলিশ। মরসুমের প্রথম থেকেই এবছর মাছে-ভাতে বাঙালিকে নিরাশ হতে হয়েছে। ভালো মানের ইলিশ আসা তো দূরস্ত, ছোটো ইলিশের দামও ছিল আকাশছোঁয়া। তবে জানা গিয়েছে, ২০৮০ টন ইলিশ পর্যায়ক্রমে আসবে বাংলাদেশ থেকে।

তবে আজকের এই মাছ পেট্রাপোল সীমান্ত থেকে শহর ও শহরতলির বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। তবে ব্যবসায়ীরা মনে করছেন বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ইলিশের দাম অনেকটাই বেশি হবে। প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জানানো হয়েছিস পুজোর আগে পদ্মার ইলিশ আসতে চলেছে বাংলায়। প্রায় ২১০০ টন ইলিশ আসবে হাওড়ার পাইকারি মাছ বাজারে। এরপরেই ভোজন রসিকরা আশা করছিলেন, এবার শুধু চোখ নয়, মনের খিদেও মিটবে।

অন্যদিকে গতবছর পুজোর আগে উপহার হিসেবে বঙ্গে এসে পৌঁছয় ৫ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ। এবারও আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ প্রশাসন। পুজোর আগেই এপারে আসছে প্রায় ২ হাজার মেট্রিক টন ইলিশ।জানা গিয়েছে,  হাওড়া পাইকারি মাছ বাজারে সব মিলিয়ে আসছে ২ হাজার ৮২ মেট্রিক টন পদ্মার ইলিশ। পাইকারি বাজারে ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম পড়বে, ৮০০ থেকে এক হাজার টাকা। ১ কেজির বেশি ইলিশের দাম পড়বে, ১২০০ থেকে ১৪০০ টাকা।

উল্লেখ্য, ২০১২ সালে ভারতে ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনা সরকার। গত তিন বছর ধরে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। তবে এবছর পুজোর আগে কলকাতায় ইলিশ পাঠাতে পেরে খুশি বাংলাদেশী মাছ ব্যবসায়ীরাও। তাঁরা জানিয়েছেন, ধীরে ধীরে পেট্রাপোল মাছ আসতে শুরু করেছে, এবার বাংলাদেশেও মাছ উৎপাদন কম।