কলকাতা ব্যুরো: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করা হলো বাংলাদেশে। বুধবার, ২ মার্চ বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ‘জয় বাংলা’কে বাধ্যতামূলক জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার এই নির্দেশনা জারি করে। রাষ্ট্রপতির আদেশ অনুসারে মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংবিধানিক পদাধিকারী, দেশে এবং দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা, কর্মচারী সমস্ত জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন। এছাড়াও সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশ শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সচিবালয়ে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির অনুমোদন দেয় মন্ত্রীসভা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মন্ত্রীসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২০ সালে হাইকোর্টের রায় অনুযায়ী জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা এবং সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় “জয় বাংলা” স্লোগান তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এই স্লোগান জনগণকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা ও সাহস যুগিয়েছিল।