কলকাতা ব্যুরো: মিললো না মুক্তি ৷ মাদক মামলায় বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে আরও একদিনের জন্য রিমান্ডে পাঠালো ঢাকার আদালত ৷ এই নিয়ে তৃতীয় দফায় পরীমণিকে পুলিশ হেফাজতে পাঠানো হল ৷
বুধবার ছিল পরীমণির দ্বিতীয় জামিনের আবেদনের শুনানি ৷ তবে তাঁকে আরও পাঁচদিন হেফাজতে চেয়ে আবেদন করে সিআইডি ৷ আদালত জানায় এই আবেদনের রায় দেওয়া হবে ১৯ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ৷ সেই মতোই আজ সকাল ৮.৩০টা নাগাদ চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রিজন সেলে পেশ করা হয় অভিনেত্রীকে ৷ আবারও তাঁকে আরও পাঁচদিন হেফাজতে রাখার আবেদন জানান অপরাধ দমন শাখার ইনস্পেক্টর কাজি গোলাম মোস্তাফা ও এই মামলার তদন্তকারী অফিসার ৷
আবেদনে বলা হয়, রিমান্ডে থাকাকালীন তাঁর বাড়িতে উদ্ধার মাদক সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরীমণি ৷ সেই কারণেই তাঁকে যাঁরা অর্থ সরবরাহ করে, তাদের ঠিকানা ও অবস্থান জানার জন্য অভিনেত্রীকে ফের হেফাজতে নেওয়া প্রয়োজন ৷
যদিও পরীমণির জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী জানান, ইতিমধ্যেই দু’দফায় ৬ দিন রিমান্ডে কাটিয়েছেন অভিনেত্রী ৷ ১৩ আগস্ট তাঁকে সংশোধনাগারে পাঠালেও রিমান্ডে রাখার নথি পেশ করেনি সিআইডি। মিথ্যে মামলায় অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে তাঁর আইনজীবী বলেন, বেশ কয়েকটি ছবির শ্যুটিং চলছে। তাই জেলে থাকলে পরীমণি সেই ছবির কাজ শেষ করতে পারবেন না ৷ দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত পরীমণিকে আরও এক দিন রিমান্ডে রাখার নির্দেশ দেয় ৷
পরীমণির জামিনের আবেদনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পরিচালক রশিদ পলাশ ৷ তিনি জানান, “পরীমণি জামিনে মুক্তি না-পেলে আমার শ্যুটিং বন্ধ হয়ে যাবে ৷” চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের শহিদ স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে ছবি তৈরি করছেন রশিদ ৷ এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন পরীমণি। ৫ আগস্ট ব়্যাবের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় পরীমণি ও আশরফুল ইসলাম দীপুকে ৷