এক নজরে

রিভলভার নিয়ে ধৃত বলবিন্দরের মুক্তির দাবিতে কলকাতায় স্ত্রী ও পুত্র

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার হওয়া প্রাক্তন সেনা কর্মী বালবিন্দর সিং এর মুক্তির দাবিতে তার স্ত্রী কারামজিৎ কৌর ও ছেলে বৃহস্পতিবার কলকাতায় এলেন। শিখ সম্প্রদায়ের সংগঠনের নেতাদের সঙ্গে তারা দুপুরে হাওড়া থানায় যাবেন। সেখান থেকেই পুলিশ বিজেপির মিছিলের দিন গ্রেপ্তার করেছিল নেতার দেহ রক্ষী হিসেবে কাজ করা বলবিন্দরকে। এদিন বিকেলে নবান্নে গিয়ে স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদির সঙ্গে তাঁর কথা বলার কথা জন্য সময় নেওয়া হয়েছে।

বলবিন্দর যে রিভলবারটি সঙ্গে রাখছেন তার লাইসেন্স কাশ্মীরের রাজৌরি থেকে করা। রিভলবারটি সেখানেই আইনত ব্যবহার করতে পারবেন তার মালিক। কিন্তু তিনি এখন ব্যারাকপুরের এক বিজেপি নেতার দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন। মিছিলের দিন ওই বিজেপি নেতার সঙ্গেই তিনি হাওড়ায় জমায়েতে হাজির ছিলেন। ভিড়ের মধ্যে তার রিভলবারটি উদ্ধারের পর পুলিশ গ্রেপ্তার করে। যদিও তার পাগড়ী খোলা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে যায় রাজ্য পুলিশ। তাকে ছাড়ার দাবিতে বিভিন্ন সংগঠনের তরফ সে দাবি উঠেছে।