এক নজরে

বলবিন্দরকে নিয়ে রিপোর্ট তলব সংখ্যালঘু কমিশনের

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: কলকাতায় বিজেপির নবান্ন অভিযান এর সময় প্রাক্তন সেনা কর্মী বলবিন্দর সিংয়ের মুক্তির দাবিতে চাপ ক্রমশ বাড়ছে। আজ সংগঠনের একটি প্রতিনিধিদল দিল্লি থেকে কলকাতায় আসেন। তারা রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত থাকা বলবিন্দরকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যপালের কাছেও দেখা করেন।

এদিকে এদিনই দিল্লি থেকে জাতীয় সংখ্যালঘু কমিশন থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি পাঠানো হয়। বালবিন্দর সিংয়ের গ্রেপ্তারি নিয়ে ১৫ দিনের মধ্যে রাজ্যের বক্তব্য তলব করেছে ওই কমিশন। আবার ওই ধৃত ওই শিখ যুবকের মুক্তির দাবিতে চারিদিকে মিছিল, প্রতিবাদ জানানো শুরু হয়েছে। এদিন বানপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। বিজেপি নেতার দেহরক্ষী হিসেবে কর্মরত থাকা ওই শিখকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান বার্ণপুর শিখ সংগঠনের সদস্যরা।

রাজ্য পুলিশ অবশ্য আগেই জানিয়েছে, ওই ব্যক্তির রিভলভারের লাইসেন্স কাশ্মীরের রাজৌরি থেকে নেওয়া হয়েছিল। তা শুধু ওই জায়গাতেই ব্যবহারের অনুমতি ছিল। ফলে তা নিয়ে অন্যত্র ঘুরে বেড়ানো আইনের চোখে অপরাধ।