কলকাতা ব্যুরো: গত কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর অনেকটাই বেড়েছে আত্রেয়ী নদীর। নদী ছাপিয়ে বালুরঘাট শহরের বেশ কিছু এলাকা এখন জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে আত্রেয়ী কলোনি, হালদারপাড়ার মতো এলালাগুলির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকাগুলোর বহু বাসিন্দাই এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে যাচ্ছেন।