কলকাতা ব্যুরো : বরাবরের মতো দক্ষিণ কলকাতার সবার নজর কেড়েছে এবারে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজো। করোনা পরিস্থিতির মধ্যেও জনসমাগম ভালই হচ্ছে এই পুজোতে। এই পুজোর কিছু মুহূর্ত রইলো পাঠকদের জন্য। বিশ্ব শান্তির বাণী নিয়ে এবারে হাজির এখনকার পূজো কমিটি।